Search

Monday, May 14, 2018

‘মহালুটের’ স্যাটেলাইটের সেবা পাবে না দেশ - মান্না


নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই স্যাটেলাইটটি বানানো হয়েছে মহা লুটপাটের জন্য।  

রবিবার জাতীয় প্রেসক্লাব এক আলোচনায় বক্তব্য রাখেন মান্না। শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৭ তম মৃত্যুবার্ষিকীতে এর আয়োজন করে ‘জাতীয় স্মরণ মঞ্চ’ নামে একটি সংগঠন।

মান্না বলেন, ‘স্যাটেলাইট আমাদের দরকার। কিন্তু এই স্যাটেলাইট কীভাবে হলো? সেটা কত টাকা দিয়ে বানানো হলো? সেটা জনগণ জানতে চায়।’ স্যাটেলাইটের ইজারা দেয়া দুটি সংস্থাকে এর মালিক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে নাগরিক ঐক্যের নেতা বলেন, ‘মহালুটের ব্যবস্থা করার জন্য এই স্যাটেলাইট বানানো হলো। ওই স্যাটেলাইটের সার্ভিস (সেবা) বাংলাদেশ নিতে পারবে না।’

বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যেসব সাফল্য সামনে নিয়ে আসছে তার সব কটিকে নাকচ করেন মান্না। বলেন, ‘এখন বলা হচ্ছে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, সাগর বিজয় করা হয়েছে, নীল অর্থনীতির কথা বলা হচ্ছে, গুণকীর্তন করা হচ্ছে। এসব প্রতারণা; মিথ্যার রাজত্ব চলছে। এসবের জন্য প্রতিবাদের সাহস দরকার।’

সারা দেশে মহাসমারহে লুটপাট হচ্ছে দাবি করে মান্না বলেন, ‘কিন্তু কথা বলার কোন সুযোগ নেই। ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা চুরি হলো, গভর্নর পদত্যাগ করলেন, জবাব দেয়ার দরকার লাগলো না। অথচ মাত্র দুই কোটি টাকার জন্য একজন জনপ্রিয় নেত্রীকে জেলে দেয়া হলো।’

নাগরিক ঐক্যের নেতা বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি জিতবে বলে নির্বাচন বন্ধ করে দেয়া হলো, খুলনায় দিনের বেলায় নেতাকর্মীদের হুমকি দেয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের গণতন্ত্র।’

সামনে নির্বাচনের আগে ‘ব্যাপক জাতীয় ঐক্য’ দরকার বলেও মনে করেন মান্না। বলেন, ‘কৃষক, শ্রমিকের মুক্তির কথা বলেন। লড়াই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। পুলিশ লীগের বিরদ্ধে করতে হবে। এটা মনে রাখতে হবে।’

Courtesy: শীর্ষনিউজ/ May 13, 2018

No comments:

Post a Comment