Search

Wednesday, August 29, 2018

যুগপৎভাবে মাঠে নামতে কাজ করবে সাত দফা - ডা. জাফরুল্লাহ

সাব্বির আহমেদ

মঙ্গলবার রাতে রেইলি রোডের গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নিজ বাসায় অনুষ্ঠিত বৈঠকে যুক্তফ্রন্ট ও গণফোরামের পক্ষ থেকে উপস্থাপিত সাত দফাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি ঘরাণার বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার মতে বিষয়টি সার্বিকভাবে ইতিবাচক। ভাল একটি পদক্ষেপ সাত দফা। এই সাত দফা সংশ্লিষ্ট সকলে যৌথভাবে দুঃশাসনের প্রতিবাদে মাঠে নামতে সহায়তা করবে।

বুধবার দুপুরে সাত দফার পর্যবেক্ষণ জানতে চাইলে এই প্রতিবেদককে এমনটাই জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, সাত দফা মাঠে নামাবে। যৌথভাবে কাজ করবে। দেশে আইনের শাসন অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে অভিন্ন সুরে কথা বলবে।

‘দেশে একটি সুষ্ঠু নির্বাচন চাই, সুশাসনের সরকার চাই, জনগণের বন্দিদশা থেকে মুক্তি চাই’- এসব বিষয়গুলোই সাত দফার উদ্দেশ্য বলে জানান মঙ্গলবারের বৈঠকে থাকা জাফরুল্লাহ চৌধুরী।

দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই সাত দফার উল্লেখযোগ্য বিষয় বলে মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।

  • কার্টসিঃ আমাদের সময় /আগস্ট ২৯,২০১৮ 

No comments:

Post a Comment