Search

Sunday, August 26, 2018

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, আপনারা তৈরি থাকুন। জনগণের অধিকার আদায়ে জাতীয় ঐক্য হচ্ছে। ওই ঐক্যপ্রক্রিয়ার মাধ্যমে মুক্তির ডাক আসবে। জনগণের ভোটাধিকার আদায়ের জন্য এ সরকারের পতন ঘটাতে হবে। বৃহস্পতিবার বিকালে ও গতকাল কমলনগর উপজেলার বিভিন্ন এলাকায় জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার চৌধুরী বাজার, নবীনগর, করইতলা বাঁশতলা, চরলরেন্স, হাজিরহাট, করুনানগর, ফজুমিয়ারহাট, ইসলামগঞ্জবাজার ও ফাজিল ব্যাপরিরহাট বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

রব বলেন, দেশে এখন আইনের শাসন নেই। ঘরে থাকলে খুন; বাহিরে থাকলে গুম। ঘুষ-দুর্নীতি ছাড়া এ সরকারের গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। এমন কোনো অফিস নেই যেখানে ঘুষ-দুর্নীতি হয় না। আমার ষাট বছরের রাজনৈতিক জীবনে ক্ষমতায় থেকে রাষ্ট্রের এক পয়সাও চুরি করেছি এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমার জন্ম হয়েছে এ দেশের শোষিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার জন্য। আমি কোনো গরিব মানুষের সঙ্গে বেইমানি করিনি।

বাকি যে কয়দিন বেঁচে থাকবো আপনাদের সঙ্গে বেইমানি করবো না। বর্তমান সরকার লুটেরা সরকার, পুলিশি সরকার। যারা জনগণকে ভয় পায় তারা পুলিশ দিয়ে দেশ চালায়। এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেটার প্রমাণ ছাত্ররা দেখিয়ে দিয়েছে। আমাদের এবারের সংগ্রাম জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রাম। স্বাধীনতা রক্ষার সংগ্রাম। 

উপজেলা জেএসডি ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম মেম্বারের সভাপতিত্বে ঈদ শুভেচ্ছা ও গণসংযোগে এ সময় উপস্থিত ছিলেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিসেস তানিয়া রব, লক্ষ্মীপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল, কমলনগর উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরব, রামগতি উপজেলার যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন বাবলু, জেএসডি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন রোমান, যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুনিরুল ইসলাম মিঠু, আবদুল বাতেন বিপ্লব, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক তৌফিকুজ্জামান পিরাচা, কমলনগর উপজেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি, যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহ্বায়ক শিব্বির মাহমুদ দেওয়ান, এম এ এহসান রিয়াজ, আবদুল বাতেন খোকন, ছাত্রলীগের আহ্বায়ক মোসলেহ উদ্দিন বিজয়, রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্যাহ আল নোমান ও সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম রিয়াজ প্রমুখ।

  • Courtesy: Manabzamin/ Aug 26, 2018

No comments:

Post a Comment