ঢাকা, ময়মনসিংহ, নাটোর, মাদারীপুর ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আর কমপক্ষে ২০ জন। সোমবার, জানুয়ারি ২৮, মধ্য রাত থেকে সকাল ১০ টার মধ্যে ঘটনাগুলো ঘটেছে।
ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে ২ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগের কাগজপত্র থেকে জানা গেছে, তাদের নাম ডালিম (২০) ও মোবারক (২৭)। নরসিংদীর রায়পুরা উপজেলায় নিহতদের বাড়ি।
ঢাকা: ঢাকার অদূরে কেরানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবার মোটরসাইকেল আরোহী ষষ্ঠ ও তৃতীয় শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের বাবা ডালিম হোসেন গুরুতর আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মাওয়া হাইওয়ের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুল থেকে বাবার মোটরসাইকেলে চড়ে বাসায় ফেরার পথে কেরাণীগঞ্জ থানার অন্তর্গত রাজেন্দ্রপুর হাটখোলায় এলাকায় একটি ট্রাক তাদের পিষে দিয়ে চলে যায়। এতে ডালিম হোসেনের দুই মেয়ে নিহত হন। তাদের বাবার অবস্থা আশংকাজনক। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া সড়কের পোস্তগোলা অংশে সড়ক অবরোধ করে রাখে।
ঢাকা: রাজধানীর খিলক্ষেত তিন’শ ফুট রাস্তায় সড়ক দুর্ঘটনায় বুলবুল হোসেন (২২) নামে ১ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন, সাগর (২০) ও কামরুল (২২) নামে দুই যাত্রী।
রোববার দিবাগত রাত সাড়ে ২টার দিকে এ র্দুঘটনা ঘটে।
খিলক্ষেত থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহজাহান কবির ঘটনার সথ্যতা নিশ্চিত করেছেন।
নাটোর: নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বাসের ধাক্কায় আজিজুর রহমান ভেগল (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আজিজুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মোহাম্মদ মণ্ডলের ছেলে। সোমবার ভোর ৬টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ ঘটনার সথ্যতা নিশ্চিত করেছেন।
রাজবাড়ী: রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদরের ধুঞ্চি গ্রামের রজব আলীর ছেলে শান্ত (২৫) ও পৌরসভার গোদার বাজার এলাকার মো. সিদ্দিকের ছেলে হৃদয় (২৫)। রোববার রাতে শ্রীপুরের পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনির দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।
ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার আমিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ট্রাক চালক আলামিন (২২) ও হেলপার হাফিজুর রহমান (২০)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদারীপুর: মাদারীপুরের শিবচরে চাল ভর্তি ট্রাক উল্টে পথচারী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের মালাই হাওলাদারের ছেলে। এলাকাবাসী জানায়, আজ ভোরে জেলার শিবচর-পাঁচ্চর সড়ক হয়ে একটি চালভর্তি ট্রাক একই উপজেলার চান্দেরচর যাচ্ছিল। ট্রাকটি পৌরসভার দাদাভাই তোরন সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় পথচারী বাঁশ ব্যবসায়ী মিলন হাওলাদার ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
- শীর্ষকাগজ/ jan 28, 2019
No comments:
Post a Comment