রাজধানীতে কর্মরত পুলিশ সদস্য তরুণ কান্তি বিশ্বাসের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার রোববার এ পরোয়ানা জারির এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মো. রহমত উল্লাহ সাংবাদিকদের জানান, গত বছর ১৮ই অক্টোবর ঢাকার নারী ও শিশু আদালতের বিচারক শফিউল আজমের আদালতে মামলাটি করা হয়। বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। গত বছরের ২০ নভেম্বর পিবিআইর পরিদর্শক শামীম আহমেদ তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আইনজীবী আরো জানান, রোববার এ মামলার ধার্য তারিখে বিচারক মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ মামলার থেকে জানা যায়, গেল ২০১৫ সালের মে মাসে পুলিশ সদস্য তরুণ কান্তি বিশ্বাস ওই নারীর ভাড়া করা বাসায় সাবলেট হিসেবে ভাড়া নেন। একদিন দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে নারীকে অচেতন করে আপত্তিকর ভিডিও ধারণ করেন তরুণ। পরে সে সেটি দিয়ে ব্ল্যাকমেইল করে নানা সময়ে ধর্ষণ করেন। এ ঘটনায় আসামির বিরুদ্ধে বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ২০-০১-২০১৯ইং ধর্ষণের অভিযোগে মামলা করেন।।
- Courtesy: Manabzamin/ Jan 21, 2019
No comments:
Post a Comment