ভোটের দিনসহ নির্বাচনী প্রচারণাকালীন যাবতীয় অনিয়ম, দমন-পীড়ন ও সহিংসতার পূর্ণ ও স্বচ্ছ তদন্ত চায় সুইজারল্যান্ড। রোববার পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাতে সুইস রাষ্ট্রদূত রেনে হলেনস্টাইন এ তদন্ত চেয়েছেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
‘জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় পররাষ্ট্র সচিবের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ’ শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়- ৬ই জানুয়ারি রাষ্ট্রদূত রেনে হলেনস্টাইন পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে রাষ্ট্রদূত সচিবকে জানিয়েছেন- সুইজারল্যান্ড বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিষয়ে অবহিত। নির্বাচনী প্রক্রিয়ায় সব দলের অংশগ্রহণে তার দেশ খুশি। তবে ওই নির্বাচনের আগে ও ভোটের দিনে যে ‘অপ্রয়োজনীয় দুর্ভোগ-দুর্গতি এবং যন্ত্রণা’ হয়েছে তার জন্য সুইজারল্যান্ড মর্মাহত।
ভোট ও ভোটের প্রচারণাকালীন নানা ঘটনা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এমন সব অনিয়ম, দমন-পীড়নের অভিযোগ আইনের শাসন মতে পূর্ণ ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি।
রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন- তার দেশ বিশ্বাস করে নতুন সরকার গণতান্ত্রিক মূল্যবোধ, যার ভিত্তিতে এ নির্বাচন হয়েছে সেটি সমুন্নত রাখবে। একইসঙ্গে, মানুষের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারকে সমুন্নত রেখে গণতন্ত্রের পথে মানুষের অগ্রযাত্রাকে সমর্থন দিয়ে যাবে। সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে অব্যাহত রাখবে বলেও পররাষ্ট্র সচিবকে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত।
- মানবজমিন/ জানু ৬,২০১৯
No comments:
Post a Comment