একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন বেসরকারি খাতের যমুনা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. তাজুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজী। নির্বাচিত হয়ে দুজনই পূর্ণ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নতুন মন্ত্রিসভায়। মো. তাজুল ইসলাম পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। গতকাল বিকালে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রী হিসেবে শপথ নেন তারা।
একাদশ সংসদ নির্বাচনে মো. তাজুল ইসলাম কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। আর গোলাম দস্তগীর গাজী একই প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে।
একই ব্যাংকের দুজন পরিচালকের মন্ত্রী হিসেবে একসঙ্গে দায়িত্বপ্রাপ্তির বিষয়ে মো. তাজুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘ব্যবসায়িক সম্পর্কের দিক থেকে আমরা দীর্ঘদিন থেকে যমুনা ব্যাংকের পরিচালক। তবে একই ব্যাংক পর্ষদের দুজন পরিচালক মন্ত্রী হওয়ার বিষয়টি কাকতালীয়। রাজনৈতিক অঙ্গনে আমাদের দুজনেরই দীর্ঘ পরিচিতি রয়েছে। দুজনই পৃথক দুটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণের জন্য আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন। এজন্য আমি কৃতজ্ঞ। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে পালন করব।’
দেশের গার্মেন্ট অ্যাকসেসরিজ, কাগজ, বোর্ড, ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে মো. তাজুল ইসলামের। ফেবিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তিনি। দশম জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং পরিকল্পনা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন তিনি।
অন্যদিকে গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিনবার নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত গোলাম দস্তগীর গাজী বর্তমানে বেসরকারি চ্যানেল গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে যমুনা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।
সংসদে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম এনামুল হক শামীম। পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বেসরকারি ন্যাশনাল ব্যাংকের পর্ষদে রয়েছেন স্বতন্ত্র পরিচালক হিসেবে।
নতুন মন্ত্রিসভার সদস্যরাসহ একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য হয়েছেন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের মোট ১৭ জন পরিচালক। এর মধ্যে ১৫ জন বেসরকারি ব্যাংকের আর ২ জন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পর্ষদে রয়েছেন। বেসরকারি ব্যাংকের পর্ষদে দায়িত্ব পালন করা সংসদ সদস্যরা হলেন ইউনিয়ন ব্যাংকের পরিচালক ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচএন আশিকুর রহমান, যমুনা ব্যাংকের পরিচালক গোলাম দস্তগীর গাজী ও তাজুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংকের পরিচালক আবদুস সালাম মুর্শেদী ও বিএইচ হারুন, মধুমতি ব্যাংকের পরিচালক শেখ ফজলে নূর তাপস ও দিদারুল আলম, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক মোর্শেদ আলম, এক্সিম ব্যাংকের পরিচালক আবদুল মান্নান, ন্যাশনাল ব্যাংকের পরিচালক এনামুল হক শামীম, শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক আনোয়ার হোসেন খান ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মোহাম্মদ শহীদ ইসলাম।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকদের মধ্যে রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং জনতা ব্যাংকের পরিচালক সেলিমা আহমাদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
- Courtesy: Baninkbarta /Jan 08, 2019
No comments:
Post a Comment