Search

Monday, January 14, 2019

এজেন্ডা না জেনে সংলাপ বিষয়ে সিদ্ধান্ত নয় — মির্জা আলমগীর

এজেন্ডা না জানা পর্যন্ত সংলাপ বিষয়ে কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার, জানুয়ারি ১৪, বেলা সাড়ে ১২ টায়র দিকে  হযরত শাহজালালের মাজার জিয়ারতের পর সাংবাদিকের তিনি একথা জানান।

মির্জা ফখরুল বলেন, এ সংলাপ যদি গতবারের মতো হয় তাহলে সংলাপ অর্থবহ হবে না। উনি যে সংলাপ করতে চাচ্ছেন সেই সংলাপের এজেন্ডা কি? কোন বিষয়ে উনি সংলাপ করতে চাচ্ছেন? আমাদের এজেন্ডা একটাই। এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। 

তিনি বলেন, সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা জেনে সিদ্ধান্ত নেয়া হবে। এজেন্ডা না জেনে সংলাপের সিদ্ধান্ত নেবে না বিএনপি। নির্বাচন কেন্দ্রীক এজেন্ডা থাকলেই জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে যাবে।


মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান নির্বাচন বাতিল করতে হবে। অযোগ্য এ নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে।

ঐক্যফ্রন্ট নিয়ে তিনি বলেন, ঐক্যফ্রন্ট অটুট আছে, কোনো দ্বন্দ্ব নেই।

সিলেটে সফরকারী দলে আরও রয়েছেন, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের মহাসচিব হাবিবুর রহমান বীর প্রতীক।

No comments:

Post a Comment