Search

Monday, January 14, 2019

গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আন্দোলন অব্যাহত থাকবে — মাহমুদুর রহমান মান্না


জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনের নামে ভোট ডাকাতি গ্রহণযোগ্য হতে পারে না। জনগণ এই নিষ্ঠুর প্রহসনকে প্রত্যাখ্যান করেছে। এ কারণে এই নির্বাচনকে বাতিল করে নতুন নির্বাচনের দাবি উঠেছে। তিনি বলেন, একটি মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে, একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু পরিষদ মিলনায়তনে রোববার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। সভায় সারাদেশ থেকে দলটির শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মান্না বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনটি ছিল ছলচাতুরীর নির্বাচন। এর পরের পাঁচ বছরে স্থানীয় সরকারসহ যত নির্বাচনই হয়েছে, সবই ক্ষমতাসীনরা ছলে-বলে জিতে নিয়েছে। গণতন্ত্র ও ভোটের অধিকার এ সময়ে লুট হয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ পুরো রাষ্ট্রযন্ত্র এবার ভোটের আগের রাতে জনগণের বিরুদ্ধে এক ভোটযুদ্ধে নামে এবং জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার মাধ্যমে বিজয় অর্জন করে।

সভায় পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবির সঙ্গে একমত পোষণ করে এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। মান্না নারীশিক্ষা নিয়ে শাহ আহমদ শফীর বক্তব্যের নিন্দা জানান এবং অনতিবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি করেন। 

এ ছাড়া অনতিবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
  • কার্টসিঃ সমকাল/ জানু ১৪, ২০১৯ 

No comments:

Post a Comment