দীন ইসলাম
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্পে গায়েবি বিলের খোঁজ মিলেছে। কাজ হয়নি অথচ কোম্পানির প্যাডে স্বাক্ষর করে বিল তুলে নিয়েছেন ঠিকাদাররা। প্রকৌশলীদের সঙ্গে যোগসাজশে এমন অপকর্ম করেছেন তারা। বিল দেয়ার ক্ষেত্রে চূড়ান্ত বিল প্রস্তুতের মাপবহি (এমবি)-তেও কোনো তথ্য এন্ট্রি নেই। গেল ছয় বছরের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিলের তথ্য যাচাই করতে গিয়ে এমন তথ্য বেরিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম ঠিকাদারি বিলগুলো দেখে রীতিমতো হতবাক। প্রতিষ্ঠানটির সদস্যদের সামনে তিনি বলেছেন, এভাবেও কি সরকারি অর্থ গায়েব করে দেয়া যায়। কাজ হয়নি অথচ কোটি কোটি টাকা খেয়ে ফেলা হয়েছে।
কার্টসিঃ মানবজমিন/ সেপ্টেম্বর ৩০,২০১৮
No comments:
Post a Comment