খালেদা জিয়ার চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নিন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের বক্তৃতা–বিবৃতিতেও কিছুটা পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কী, তা তাঁদের কাছে পরিষ্কার নয়। তাঁরা দ্রুত ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে কারাগারে তাঁর স্বাস্থ্য পরীক্ষা এবং তাঁকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন।
অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজন অনুযায়ী খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। সরকার অমানবিক নয়। চিকিৎসকেরা পরামর্শ দিলে তাঁকে বিদেশে পাঠানো হবে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে বর্তমানে কারাগারে আছেন। কয়েক দিন আগে বিএনপির নেতারা তাঁর সঙ্গে দেখা করে জানিয়েছিলেন, খালেদা জিয়া সুস্থ আছেন। কিন্তু গত বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানির দিন তাঁকে বিচারিক আদালতে হাজির না করায় তাঁর আইনজীবীরা অভিযোগ করেন, তাঁর শারীরিক অসুস্থতা সম্পর্কে আগে থেকে তাঁদের কিছুই জানানো হয়নি। শারীরিক অসুস্থতার কারণে পরদিন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তা–ও স্থগিত করা হয়।
এই পরিস্থিতিতে বিএনপির তরফে ব্যক্তিগত চিকিৎসকের সাক্ষাৎ চাওয়া হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, কারা আইনে তেমন সুযোগ নেই। কারা চিকিৎসক বিবিসিকে বলেছেন, খালেদা জিয়ার আগে থেকেই হাঁটুতে যে সমস্যা রয়েছে, এর বাইরে কোনো সমস্যা নেই। আমার মনে করি এ নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক যেমন কাম্য নয়, তেমনি বিভ্রান্তি দূর করার দায়িত্বও সরকারের। তিনি যত দিন কারাগারে থাকবেন, নিয়ম অনুযায়ী তত দিন কারা কর্তৃপক্ষ তঁার প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার উদ্যোগ নেবে—সেটাই প্রত্যাশিত। বিএনপির নেতারা তাঁর অসুস্থতা সম্পর্কে যে উদ্বেগ প্রকাশ করেছেন, সরকারের উচিত হবে তা দূর করা। এই প্রসঙ্গে খালেদা জিয়ার জামিনের বিষয়টিও এসে যায়। বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্ট তাঁকে চার মাসের জন্য জামিন দিলেও আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করে ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। খালেদার আইনজীবীরা আপিল বিভাগের এই আদেশকে নজিরবিহীন বলে আখ্যায়িত করেছেন।
খালেদা জিয়া শুধু একটি বড় দলের প্রধানই নন, তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, সরকার অমানবিক নয়। আমরা আশা করব, তাদের কাজেও এর প্রতিফলন ঘটবে। আমরা চাই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তার দ্রুত অবসান হোক। প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করে তাঁর শারীরিক অবস্থার প্রতিবেদন জনগণের সামনে তুলে ধরা হোক।
- প্রথমআলো/আপ্রিল ১,২০১৮
No comments:
Post a Comment