Search

Monday, April 9, 2018

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত: সিইসি



আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের(ইডব্লিউজি) গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অতীতে সেনা মোতায়েন করা হয়েছে। আগামী নির্বাচনেও সেনা মোতায়েন হতে পারে। আমার ব্যক্তিগত মত হচ্ছে, জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত। তবে স্থানীয় নির্বাচনে সেনামোতায়েন আমরা একেবারেই চাই না।

ইডব্লিউজির নির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়ালের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় প্রবাসীদের ভোটাধিকার নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালক আবদুল আলিম। প্রবাসীদেরভোটাধিকারের বিষয়ে সিইসি বলেন, সবার ভোটাধিকারনিশ্চিত করতে কমিশন সচেষ্ট রয়েছে।

ইডব্লিউজির গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আলোচনায় অংশ নেন সাবেকনির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী ও নাসিম ফেরদৌস।

নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নজরুল ইসলাম খান বলেন, আমাদের সেনাবাহিনী সারা বিশ্বে শান্তি রক্ষায় কাজ করছে। আমাদের দেশেও নির্বাচনে তাদের কাজে লাগানো যেতে পারে।

সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, সেনাবাহিনী নির্বাচনের সময় মাঠে থাকলে ক্ষমতাসীনদের অসুবিধা হবে। তাই তারা নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে। নির্বাচন কমিশন যদি ভোটারদের পক্ষ না নেয়, তাদের পক্ষ (সরকারের) নেয়, তাহলে আমাদের কিছু বলার নেই।

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে মোহাম্মদ ফারুক খান বলেন, আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে। এ ব্যাপারে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। নির্বাচনে সেনাবাহিনীমোতায়েন হবে কি হবে না, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। কীভাবে মোতায়েন হবে, সেটাও নির্বাচন কমিশনের ব্যাপার। এটা নিয়ে কেউ বিতর্ক সৃষ্টির চেষ্টা করবেন না।

  • Courtesy: Banikbarta Apr 09, 2018

No comments:

Post a Comment