রবিন আকরাম
কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনকারীদের উপর যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন সাপ্তাহিত পত্রিকার সম্পাদক গোলাম মোর্তুজা।
তিনি তার ফেসবুকে লিখেছেন - কোটা সংস্কারের মত শতভাগ যৌক্তিক দাবিতে আন্দোলনকারীদের উপর যে দানবীয় তান্ডব চালানো হলো, এটাকে রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া আর কিছু বলতে পারছি না।
মোর্তুজার এই স্ট্যাটাসের পর অনেকেই তাদের মতামত জানিয়েছেন। তাদের মধ্যে থেকে কয়েকজনের মতামত তুলে ধরা হলো। মিরাজুল ইসলাম লিখেছেন, কোটা হটাও দেশ বাচাও।
মনির হোসাইন লিখেছেন, বাংলাদেশে যারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান তারা কোটাতে চাকরি পায় না। শুধু পায় আওয়ামী লিগের সন্তানরা। আওয়ামী লীগ তো প্রকৃত মুক্তিযোদ্ধাই নাই। কাইয়ূম মোহাম্মাদ বলছেন, জনগনের ভোটের অধিকার হরণ করে যারা রাষ্ট্রীয় ক্ষমতার সুফল ভোগ করতেছে তাদের কাছে যে কোনো যৌক্তিক আন্দোলনই অযৌক্তিক মনে হবে…।
শামীম হোসাইন লিখেছেন, আন্দোলনকারীদের কেউই সরকারি দল করে না! এ দাবিটা সম্পূর্ন অরাজনৈতিক। এটাকে রাজনৈকিতভাবে হেন্ডেলিং করার কোন যুক্তিকতা আছে কি!!
রাফিকুল ইসলাম বলছেন, রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম হয়েছে ২০১৪ সালে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে ৷ এখন তারা শুধু তাদের অস্তিত্বের জানান দিচ্ছে।
- Courtesy: amadershomoy.com/April 10, 2018
No comments:
Post a Comment