Search

Wednesday, April 11, 2018

উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়, মহাসড়ক অবরোধে আন্দোলনকারীরা


চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফের আন্দোলন শুরু করেছেন। বুধবার সকাল ১০টার আগে থেকেই তারা ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, শাহজালাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করা শুরু করেন। ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেড় কিলোমিটার জুড়ে রাস্তা অবরোধ করে রেখেছেন এবং রবিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা-আরিচা ও ঢাকা-কুয়াকাটা মহাসড়কে তৈরি হয়েছে ভয়াবহ জানজট।

মঙ্গলবার রাত ৮টায় বুধবারের কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। এ অনুযায়ী বুধবার সকাল ১০টা থেকে সারাদেশে আবারও ক্লাস-পরীক্ষা বর্জন এবং সড়ক অবরোধ করা হবে।

অন্যদিকে দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তা অবরোধ করেছে। ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীরা ঢাকা পান্থ পথ সকাল ১০টা থেকে অবরোধ করে রেখেছে। এতে ওই এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে।

আন্দোলন করা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী তৌকির আহমেদ বলেন, আমরা সকাল ১০টা থেকেই শান্তিপূর্ণভাবে রাস্তা অবরোধ করে রেখেছি। পুলিশ আমাদের চারপাশে সতর্ক অবস্থায় রয়েছে। কিন্তু আমরা তাতে ভয় পাই না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও জানিয়েছে, মঙ্গলবারের মতো বুধবারও সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত সড়কে নেমে আন্দোলন করবেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রেখেই কর্মসূচি পালন করবেন তারা।

  • Courtesy: Banikbarta / Apr 11, 2018

No comments:

Post a Comment